ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা অভিযান
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ১৬:২২
পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষন আভিযানে ১৩ হাজার ২ শত মিটার জাল আগুনে পিছিয়ে ধংশ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ (১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর) উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার ইন্দুরকানী উপজেলার বলেশ্বর ও কঁচা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে প্রায় ১২,০০০ মিটার ইলিশ মাছ ধরা জাল জব্দ হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বলেশ্বর নদীর আলীর খাল এলাকা থেকে প্রায় ২৫০০ মিটার সুতার জাল, কঁচা নদীর সাইদখালি চর সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং চণ্ডীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬৫০০ মিটার ছান্দি জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য আধিদপ্তরের এর পরিচালনায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত এ-ই জাল আচক কনা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার জনাব আইনুল নিশাত; সহযোগিতা করেন ইন্দুরকানী থানার পুলিশ সদস্যবৃন্দ, ডাটা এনুমারেটর নিরব হাওলাদার এবং মাঠ সহায়ক জনাব সাকিল শেখ।
জব্দকৃত জাল উপজেলা লঞ্চ ঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তুষার সাহার উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালে আটকে পড়া প্রায় ৬ কেজি ইলিশ মাছ উপজেলার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
যাযাদি/ এম