পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে শুন্য দুটি পদে নিয়োগ নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে বিদ্যায়ের ম্যানেজিং কমিটির একাংশ।
একাংশের পক্ষ থেকে বৃহস্পতিবার পটুয়াখালী বিজ্ঞ সহকারী জজ আদালতে এ মামলা করেন কমিটির পক্ষে মো. জালাল মোল্লা। মামলায় বিবাদী করা হয় কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও দাতা সদস্যসহ সংশ্লিষ্টদের।
মামলা ও বিভিন্ন সূত্রে জানা যায়, কমিটির ১২ সদস্যদের মধ্যে ৯জন সদস্যদের না জানিয়ে কোন প্রকার মিটিং না করেই প্রধান শিক্ষক একটি দৈনিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৯ সদস্য।
বিদ্যালয়ের সদস্য ও কমিটির একাংশের পক্ষে মামলার বাদী জালাল মোল্লা বলেন, প্রধান শিক্ষককের আচরন ফ্যাসিবাদের মত। তিনি কোন ভাবেই পারেন না কমিটির অধিকাংশ সদস্যদের সঙ্গে আলোচনা না করে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলার বিষয়ে আমার জানা নেই।
যাযাদি/এআর