লাকসামে অস্ট্রেলিয়ার সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের বিশেষ খাদ্য সহায়তা
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ১৫:১৭
অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের সহায়তায় ও মানবিক সংগঠন ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার লাকসামে অসহায়, দুস্থ ও সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫'শ পরিবারের মাঝে চাল, ডাল তেলসহ ২৫ কেজির একটি ফুড প্যাক বিতরণ করা হয়। এর সঙ্গে বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য একটি বালতিও উপহার দিয়েছেন ওই সংগঠন।
২৫ অক্টোবর (শুক্রবার) সকালে লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে ছওয়াব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর জসকুন উনাল, তার ছেলে ইউসুফ উনাল, ডিরেক্টর আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, পরিচালক (অপারেশন) আফতাবুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন তালুকদার, ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার তুহিন মাহমুদ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মো. রেজাউল করিম, এডভোকেট বদিউল আলম সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল বাশার, আসাদুজ্জামান ভুট্টু, আব্দুর রব ফারুকী, শহিদুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর জসকুন উনাল বলেন, মানুষের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত। মানুষের জন্য কাজ করতে এবং তাদের পাশে থাকতে আমাদের ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমরা অনেক ভালোবাসি। এদেশের মানুষগুলো যেন আমার হৃদয়ে মিশে আছে। আমরা বাংলাদেশের নেত্রকোনা, বরিশাল এবং কুমিল্লা জেলাসহ অনেক জেলায় বন্যার শুরু থেকে ছওয়াব ফাউন্ডেশনের মাধ্যমে নগদ টাকা এবং খাদ্য সহায়তা দিয়ে আসছি। আমাদের আরও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের অসহায় মানুষের জন্য আবাসন নির্মাণ করতে চাই। বাংলাদেশের মানুষ যেন ভালো ভাবে বসবাস করতে পারে, ভালো থাকতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন।
যাযাদি/ এসএম