মধ্যনগরে ৩১ টন ভারতীয় কয়লাসহ আটক ২
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৬
সুনামগঞ্জের মধ্যনগরে ৩১ মেট্রিক টন ভারতীয় কয়লা ও একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে মধ্যনগর বাজার সংলগ্ন উব্দাখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। জব্দকৃত কয়লার বাজার মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে সালমান (২২), গোলকপুর গ্রামের কাজিমউদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২৬)।
মধ্যনগর থানার ওসি মো, সজীব রহমান বলেন, ৩১ মেট্রিক টন ভারতীয় কয়লা ও একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকাসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এস