সাতকানিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ২১:২৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ২১:২৭

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও আইসিটি ফোকাল পার্সন ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, রুপকানিয়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ ইসমাইল, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ওয়াজেদ আলী, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম ও সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন আহামদ চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), এমটি (ইপিআই), স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ, স্বেচ্ছাসেবী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।

যাযাদি/ এম