পটুয়াখালীর রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা (নিরাপত্তা) কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে অবস্থিত কমিউনিটি ডেভলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার (সিডিএইচসি) কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। বুধবার কমিটি গঠন করা হলেও আনুষ্ঠানিকভাবে এর আত্মপ্রকাশ বৃহস্পতিবার হয়।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. নজরুল ইসলাম মুন্সি সভাপতি ও মো. আইয়ুব খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরেমটিপি) আওতায় ‘কমিউনিটি ভিত্তিক এগ্রো ইকোট্যুরিজম উন্নয়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ভ্যালু চেইনের আওতায় এ কমিটি গঠন করা হয়।
দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সম্ভাবনাময় পর্যটন স্পর্টের সেবা উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
যাযাদি/এসএস