উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৩৫

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি রোধে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২৪  অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি এস এম আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা  ডাক্তার ননি গোপাল, শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকতা মাসিদুল হক, ইন্দুরকানী থানা পরিদর্শক তদন্ত হারুনার রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, সহকারি প্রোগ্রামার  চন্দন রায়, উপজেলা পল্লী দরিদ্র বিমোচন ও কর্মকর্তা আলতাব হোসেন প্রমুখ।

উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ হোসেন,সদস্য সচিব আলমগীর কবির মান্নু,পাড়েরহাট ইউনিয়ন পরিষদ  দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন পরিষদ দায়িত্বপ্রাপ্ত  চেয়ারম্যান ও বালিপাড়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক  বাবুল তালুকদার, উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ ইসলাম হাওলাদার,ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জিয়াগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব,সহ উপজেলায় কর্মরত সকল   প্রিন্ট ও ইলরক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।।

সভার স্বার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, শফিকুল ইসলাম।

প্রস্তুতি সভায় জানানো হয় উপজেলার সকল সাইক্লোন সেল্টান প্রস্তুত রাখা হয়েছ। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সেচ্ছাসে্ক কর্মীর প্রস্তুত রয়েছে। প্রোয়জনে শুকনো খাবার রেডিরাখা হবে।


যাযাদি/এসএস