ঘূর্ণিঝড় দানার প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলা জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টা এ নির্দেশনা দেওয়া হয়। ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার, তজিমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা এবং মনপুরার রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সমুদ্র বন্দরে ৩ নং সতর্কতা সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সকাল থেকে ভোলার উপকূলে বৈরীভাব বিরাজ করছে। থেমে থেমে বাতাস ও বৃষ্টি হচ্ছে।যাযাদি/এসএস