নোয়াখালীতে গ্রাম আদালতের কার্যক্রম সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৪

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি: যায়যায়দিন

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে জেলা প্রশাসকের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. ইসমাইল সমন্বয় সভা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রাম আদালত একটি প্রাচীন বিচার ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চলে সব ধরণের অপরাধই সংগঠিত হয়, তার জন্য গ্রাম আদালত। গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য গ্রাম আদালত কাজ করে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার-প্রচারণার কাজটি করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে আউটরীচ কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এজন্য সকল স্টেইক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক, মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। এ সময় নোয়াখালী জেলাধীন সকল উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস