তাপবিদ‍‍্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৬

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩২

রূপসা(খুলনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের  মূল্যবান সরঞ্জামাদিসহ চোর চক্রের ৩  জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
 
র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর বিপুল পরিমান মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে, র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা, এর একটি আভিযানিক দল উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদি উদ্ধার এবং উক্ত কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে নিয়মিত যানবাহন তল্লাশীসহ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর  রাত ২৩.১০ ঘটিকায় র‌্যাব-৬ খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সদর থানাধীন, ২৪ নং ওয়ার্ডস্থ সাত রাস্তার মোড় পূবালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে শান্ত রেন্ট এ কারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান করে ৩জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো রূপসা থানার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকার  মোঃ সোহাগ হাসান(৩৩) ও
মোঃ মামুনুর রশিদ(৩৮) এবং সোনাডাঙ্গা থানার ফেরিঘাট এলাকার আনিচ শেখের ছেলে  মোঃ হাসান শেখ(৩২)।  

এ সময় তাদের নিকট হতে চুরিকৃত লোহার সরাঞ্জামাদি-২০৫০ কেজি, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য – ১,০২,৫০০/- (এক লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা। গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর চক্রের সদস্য বলে র‍্যাব জানায়।

যাযাদি/এসএস