বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

নোয়াখালীতে জরায়ুমুখ ক্যানসারের বিনামূল্যে টিকা পাবে লক্ষাধিক কিশোরী

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৩ অক্টোবর ২০২৪, ১৯:২৩
ছবি যাযাদি

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নোয়াখালীতে বিনামূল্যে এক লাখ ১২ হাজার কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইনে এসব টিকা দেয়া হবে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এ ক্যাম্পেইন।

বুধবার বিকেলে নিজ কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন বলেন, প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বাহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। নোয়াখালী জেলায় মোট ২ লাখ ৯ হাজার ৩৯৫ জন কিশোরীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। টিকা নেয়ার জন্য ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্ম-নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্ম-নিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে। এরই মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জেলায় এ এইচপিভি টিকাদান কার্যক্রমের জন্য ৮৮৮ জন মাঠকর্মী নিয়োজিত করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে