বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

নড়াইলে শহরের বিপনী বিতান মার্কেটসহ অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার,নড়াইল
  ২৩ অক্টোবর ২০২৪, ১৯:০১
ছবি: যায়যায়দিন

নড়াইল শহরের মধ্যে অবস্থিত প্রধান সড়কটি চারলেনে উন্নিতকরণের জন্য সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের রুপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, সড়ক প্রশস্তকরণের জন্য গত ৩ সেপ্টেম্বর সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। সেসময় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।বুধবার থেকে আবারও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এবারের অভিযানে ৫টি ভবনের অন্তত ৩ শতাধিক দোকানপাট উচ্ছেদ হবে।

নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেছেন, নড়াইল শহরে চার লেনের কাজ চলছে। সড়কের দুই পাশে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদ করছি। সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ পর্যন্ত অভিযান চলবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে