বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাউফলে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ১৭:৪৪
ছবি যাযাদি

পটুয়াখালীর বাউফলে এক ভূমিদস্যু ও পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারীর অমানবিক অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। আজ বুধবার সকাল ১১টায় বাউফল পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারের একটি রুমে এ সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সামসুন্নাহারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কুদ্দুস মাতুব্বর। ওই সময় তিনি বলেন, রনি সিকদার পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারী। তার বাবা জাহাঙ্গীর হোসেনের হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের দায়ে একাধিকবার গ্রেফতার হন রনি। তারা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি পেশীশক্তির জোরে ভোগ দখল করছে। আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলে রাখতে প্রাণনাশের হুমকী দেয় এবং পথে ঘাটে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তা বলে বেড়ায়। আমরা বাড়ি থেকে ঘরের বাহিরে বের হলে নেশাগ্রস্থ রনি দেশীও অস্ত্র নিয়ে সামনে পরে। স্থানীয়রা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায়না। আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে নিরাপদে বাস করতে চাই; আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। বিষয়টি নিয়ে থানা পুলিশের আশ্রয় নিলে তারা কাগজ পত্র দেখে আমাদের জমির দলিল সঠিক আছে বলে জানান। তারা সাংবাদিকদের সাহায্য নিতে বলেন। অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর হোসেন ছেলে রনি শিকদার বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সব মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। বরংচ তারাই আমাদের জমি ভোগ দখলের চেষ্টা করছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে