বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

সন্দ্বীপে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় জরিমানা

সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
ছবি: যায়যায়দিন

নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রি করায় সন্দ্বীপে ২ মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা। এ সময় ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ কৃত ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২ টা উপজেলার ধোপার পরিদর্শনে গিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ইউএনও রিগ্যান চাকমা বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ধোপারহাটে নিষিদ্ধকালীন সময়ে ইলিশ মাছ বিক্রয়ের জন্য দেলোয়ারকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সন্ধ্যায় অতিরিক্ত মূল্য রাখার জন্য পন্ডিতের হাট বাজারে মো: সবুজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে