পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার” এই স্লোগানে সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে কার্পনসডাঙ্গা ইউনিয়ন বিএনপি। আজ বুধবার দুপুরে সাড়ে ১২ টার সময় কার্পনসডাঙ্গা বাজারের সাধারণ মানুষের মাঝে বিএনপির নেতা-কর্মীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় নেতারা বলেন,বিএনপির নেতা-কর্মীরা দেশের সকল দুর্যোগকালীন সময়ে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে এই কার্যক্রম শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ করম আলী মেম্বার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিদ বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, বিএনপি নেতা মোঃ সাজিবর মেম্বার, আবু তালেব, সাঈদ মোড়ল, ।দামুড়হুদা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মতিন, দামুড়হুদা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল কাদের, দামুড়হুদা থানা যুবদলের সদস্য মোঃ হুমায়ন কবির, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মমিন বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়রুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আলম। যুবদল নেতা আহসান ,রাজু ,এনামুল, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন, ওমর আলী ,বাবু ,সাব্বির, সালাম, সাইদুর প্রমুখ।
যাযাদি/এসএস