বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নড়াইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
  ২৩ অক্টোবর ২০২৪, ১৫:২৯
ছবি: যায়যায়দিন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নড়াইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা তথ্য অফিস,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশীদ ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, ইউনিসেফ খুলনার চাইল্ড প্রটেকশন কর্মকর্তা মমিনুনেছা, ইউনিসেফ খুলনার এ্যাডভাইজার ডা: এসতেশাম,সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে আগামী ২০ নভেম্বর ১৮ কর্ম দিবসে জেলার মোট ৮ শত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৯ শত ৬৪টি কেন্দ্রের মাধ্যমে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ১০ থেকে -১৪ বছর বয়সী ছাত্রী / কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এ টিকা এ ক্যাম্পেইন আওতায় ৩৭ হাজার ৩শত ৯১ জনকে এ টিকা দেয়া হবে।

এ টিকা দেয়ার জন্য সকল ছাত্রী/ কিশোরীকে অনলাইনে vaxepi.gov.bdএই ওয়েব সাইডের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে রেজিষ্ট্রেশন কার্ড নিতে হবে। রেজিষ্ট্রেশন ছাড়া কাউকে এ টিকা দেয়া হবে না। ১৮ দিনের মধ্যে ১০ দিন শ্ক্ষিা প্রতিষ্ঠানে এবং ৮দিন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এ টিকা দেয়া হবে। এ টিকায় কোন প্রকার পার্শ প্রতিক্রিয়া নেই বলেও সভায় জানানো হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে