‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’-এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরের ইন্দুরকানিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ইন্দুরকানীর উদ্যোগে জনসচেতনতা কর্মসূচি পালিত হল। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সরকারি ইন্দুরকানী কলেজে শিক্ষার্থীদের ও পথচারীদের মাঝে সড়কে শৃঙ্খলা ফিরাতে ও দুর্ঘটনা রোধে ক্যামপেইন করা হয়।
উপজেলা ফ্রেন্ডস ফোরাম সভাপিত আধ্যাপক জাকারিয়া হোসেনের উপস্থিতিতে ক্যামপেইনে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতি হাওলাদার, সরকারি ইন্দুরকানীতে কলেজ প্রভাষক মনি মোহন মন্ডল, সাংবাদিক মারুফুল ইসলাম, নাছরুল্লাহ আল কাফী, যায়যায়দিন ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ লাবিব, সমাজসেবক হুমায়ুন শিকদার, সাংবাদিক এইচ এম বাশার, প্রমুখ। স্বার্বিক তত্বাবধানে ছিলেন ইন্দুরকানী উপজেলা যায়যয়দিন প্রতিনিধি আবুল কালাম।
এই ক্যাম্পেইেন চালকদের প্রতি আহবান: ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন। রাস্তায় গাড়ি বের করার পূর্বে রেক ক্লাচ স্টিয়ারিং, হর্ন পরীক্ষা করুন। সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালান। পথচারীদের প্রতি আহবান রাস্তা পারাপারে জেব্রাক্রসিংয়ে ব্যবহার ও ফুটপাত ব্যবহার করা, রাস্তা পারাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
যাযাদি/ এসএম