মির্জাগঞ্জে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ১৭:১৪

মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা
ছবি যাযাদি

পটুয়াখালীর মির্জাগঞ্জে জরায়ুমুক ক্যান্সার প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সমন্বয়ে এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  সুবিদখালী সরকারি হাইস্কুলে মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান জানান।  আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুর হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজ রহমান ও সুবিদখালী সরকারি হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল প্রমূখ।

সূত্রে জানা যায়,  উপজেলার ২০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৮০ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের ১৪৪ ইপিআই কেন্দ্রের মোট ৩২৪ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ৫হাজার ৬শত ২৪জন কিশোরীর টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিষ্ঠান প্রধানগন অংশ গ্রহন করেন।                                 


যাযাদি/এসএস