মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ১৭:০৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
ছবি যাযাদি

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করেছে উপজেলা মৎস অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কার্যক্রম এর আয়োজন করে উপজেলা মৎস অফিস। ২২ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক অশোক কুমার দাস, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমদ, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলামসহ সুবিধাভোগীরা। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে ১শ ১০ জন প্রান্তিক চাষী ১০ কেজি করে পোনা মাছ দেয়ার কথা জানান উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান।

 


যাযাদি/এসএস