ডেঙ্গু প্রতিরোধে কেরানীগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৭

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ডেঙ্গুর প্রকোপ রোধে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রইস আল রেজোয়ান। তিনি বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। যত্রতত্র ময়লা আবর্জনা ও পানি জমিয়ে রাখা যাবে না। আজকে যে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে সেটা একযোগে কেরানীগঞ্জের ১২ ইউনিয়নে চলমান থাকবে। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর রহমান প্রমুখ।

এছাড়া একইদিন 'ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার'- এ স্লোগান নিয়ে আলোচনা সভা মাধ্যমে কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

যাযাদি/ এসএম