নকলায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, দুই দোকানীকে জরিমানা

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ১৩:২৯

নকলা (শেরপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন বাজারে অভিযান পরিচালনা করেছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।  

এসময় পৌর সদর বাজারের, কাঁচামাল মহাল, মাছ বাজার, চাউল বাজার, বিভিন্ন মুদি মনোহারী দোকান ও বেকারি মনিটরিং করা হয়।

মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি)  জুয়েল মিয়াসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি  ব্যবসায়ীদের সাথে বাজার মূল্য নিয়ে আলোচনা করেন এবং  দ্রব্যমূল্য যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীল রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় দুই দোকানিকে ৭'শ টাকা জরিমানা করা হয়।  

যাযাদি/ এসএম