মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

ভালুকায় বন বিভাগের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ১২:৫২
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের ভালুকায় কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের ভুক্তভোগীরা।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও আবুল হোসেন মাস্টার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন বন বিভাগের কর্মকর্তারা।

আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডিয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভাগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে।

এসময় রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের প্রত্যাহার ও তাদের বিচারের দাবি জানানো হয়।

এ সময় মনির হোসেন, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ টিপু, মো: হাবিবুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে