মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পদ্মা-মেঘনা ঘুরলেন উপদেষ্টা ফরিদা

চাঁদপুর প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ১২:৪৯
ছবি : যায়যায়দিন

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। স্পিডবোট যোগে মাওয়াঘাট থেকে রওনা হয়ে পদ্মা ও মেঘনা পার হন তিনি। মঙ্গলবার সকাল দশটায় চাঁদপুরের নৌ সীমানা পেরিয়ে ভোলার পথে রওনা হন তিনি। তবে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপদেষ্টার সফর নিয়ে গণমাধ্যমকে আগাম কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত বেশকিছু এলাকায় এই অভিযান চালান।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৫৭ জেলেকে আটক করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত মাছ ধরার বেশ কয়েকটি নৌকা ও ২০০ কেজি ইলিশ। পরে জব্দ করা জাল আগুনে পুড়ে ধ্বংস এবং ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে