মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২১০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ১০:৩৩
আপডেট  : ২২ অক্টোবর ২০২৪, ১০:৩৯
ছবি: যায়যায়দিন

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ২১০ শিক্ষার্থীকে বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঈশ্বরদীস্থ আর আর পি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঈশ্বরদী পৌর প্রসাষক সুবীর কুমার দাশ।

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, এস এম স্কুল এ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক নওশাদ, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ সুধীজন।

আলোচনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে