মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট চা বাগানে অটো চালক আবুল খায়ের হত্যাকান্ডেরর সময় ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫ঘটিকার সময় কমলগঞ্জ থানাধীন ৬নং আলীনগর ইউপি অর্ন্তগত কান্দিগাঁও মনিপুরি পাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা হইতে নিহত খায়েরর কাছ থেকে ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার করা হয়।
“মিডিয়া উইং শ্রীমঙ্গল পিএস” নামের হোয়াটসঅ্যাপ গ্রæপের মাধ্যম্যে ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার পর পরই নৃশংস হত্যা কান্ডের সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে। পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে খুনের ঘটনার সহিত জড়িত প্রধান আসামী আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম তিতপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০), ও দক্ষিণ মুসলিমবাগ এলাকার আব্দুল জলিলের পুত্র গাফফারুল ইসলাম মুরাদ (৩৪) নামে দুই আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করে। ঘটনার সহিত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট চা বাগানের ভিতর ১২নম্বর সেকশনের কাঁচা রাস্তার পাশে চা বাগানের সামান্য ভিতর দক্ষিণ মুসলিমবাগ এলাকার আনছর আলীর ছেলে অটো চালক আবুল খায়ের (২৮) এর লাশ পাওয়া যায়। অজ্ঞাতনামা আসামীগন নিহতের হাতে, বুকে, মুখে, গলায় চাকু দিয়ে একাধিক ঘাই মেরে হত্যা করে লাশ গুম করার জন্য চা বাগানের ভিতর ফেলে নিহত খায়েরের মিনি টমটম (মিশুক) নিয়ে যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যাযাদি/এসএস