নেত্রকোনার পূর্বধলায় 'পূর্বধলা উপজেলা যুব ফোরাম' এর উদ্যোগে বন্যার্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের নাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পূর্বধলা এপির দিক নির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহায়তায় এই কর্মসূচি পালন করে পূর্বধলা উপজেলা যুব ফোরাম।
উক্ত কর্মসূচিতে বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলিশা, উপজেলা যুব ফোরাম এর সভাপতি উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক আফিয়া আক্তার ও স্বাস্থ্য সহকারীগণসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে সংগঠনের সভাপতি উজ্জল মিয়া বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। উক্ত কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ দেয়া হয়েছে।
যাযাদি/ এসএম