মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সংবাদকর্মীর বাসায় দরজার ছিটকারী ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও নগদ ৪২ হাজার টাকা নিয়ে গেছে চুরেরা। আরো ১টি ল্যাপটপ ভেঙে সিড়ির নিচে ফেলে রেখে চলে যায় চুর। ভুক্তভোগী সংবাদ কর্মী ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য মো. আমজাদ হোসেন বাচ্চু। তিনি ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার রাতে শহরের ক্যাথলিক মিশন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু জানান, তিনি সন্ধ্যায় বাসা থেকে বের হন। জরুরি কাজে ব্যস্ত থাকায় রাত প্রায় পৌনে তিনটার দিকে বাসায় ফেরেন। বাসায় ফিরে রাতে ঘুমিয়ে পড়েন। সকাল ছয়টার দিকে তার ছেলে ফারহান তানভীর ফাহিম এর এক বন্ধু সিলেটে কোচিং এ যাবার জন্য তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সাংবাদিক বাচ্চুর নাম্বারে ফোন দিলে তার নাম্বারও বন্ধ দেখে তার মার নাম্বারে ফোন দিলে তিনি উঠে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো ঘরের মেঝেতে এলোমেলো করে ফেলে রাখা। ঘরের দরজা জানালা খোলা। ঘরের জানালার সাথেই দরজা থাকায় চুরেরা প্রথমে জানালার সিটকারী খুলে পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে আলমারির ড্রয়ার ছাড়াও বিভিন্ন জিনিস তছনছ করেছে চোরেরা। এ রকম ঘটনা নতুন নয় এর আগেও হয়েছে। এলাকার সিসি ক্যামেরায় চোরকে শনাক্তের কাজ চলছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী মো.কামাল হোসেন।
এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম যায়যায়দিনকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে চুরদের গ্রেফতারের চেস্টা করছি।
যাযাদি/ এসএম