রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইন্দুরকানীতে সাড়ে ৪ হাজার মিটার জাল আটক

ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ১০:২০
আপডেট  : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৩
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ (১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর) উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) ইন্দুরকানী উপজেলার বলেশ্বর নদীতে মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইলিশ মাছ ধরা জাল জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বলেশ্বর নদীর আলীর খাল এলাকা থেকে প্রায় ১৫০০ মিটার সুতার জাল, লাহুড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং ২ টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার সাহার পরিচালনায় দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা অভিযানে সহযোগিতা করেন ইন্দুরকানী থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মাঠ সহায়ক সাকিল শেখ। জালে আটকে পড়া প্রায় ৬.৫ কেজি ইলিশ মাছ উপজেলার মুসলিম উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

আটক জাল আগামীকাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে