ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদের উপজেলা-পৌরসভার আহবায়ক কমিটি গঠিত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ২১:১৯

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিধিমোতাবেক কমিটি বিলপ্ত ঘোষণা এবং উপজেলা ও পৌরসভার জন্য  সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটির আয়োজনে দক্ষিণ মেন্দা শ্রী শ্রী কালীমন্দির কমপ্লেক্সের " আটচলা নাট মন্দির "চত্বরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজাউদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অবঃ অধ্যাপক  ভবেশ চন্দ্র দে'র  সভাপতিত্বে এবং উপজেলা পূজাউদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য অবঃ ইঞ্জিয়ার বিপ্লব গুণের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পূজাউদযাপন পরিষদের সাবেক সভাপতি মলয় কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল এবং মন্দির কমিটির পক্ষে সমর জিৎ গুণ,নকুল কুমার দত্ত, শাওন কুমার রায়, উত্তম কুমার রায়, রনজিৎ কুমার হালদার, সুজন কুমার সূত্রধর, রঘুনাথ ঘোষ, হরিপদ হালদার, রনজিৎ হালদার, কমল সরকার,সুবোধ কুমার ঘোষ,নারায়ন হালদার,ভবেশ চন্দ্র ঘোষ,নয়ন কুমার সরকার,সঞ্চয় কুমার সরকার, উজ্জ্বল কুমার সরকার,দীপক কুমার সরকার, গান্ধী বসাক, জ্ঞানেন্দ্রনাথ মুরারী, জীতেন্দ্রনাথ চৌধুরী ও উপদেষ্টা পরিমল সরকার,সুস্থির সরকার সহ উপজেলায় অনুষ্ঠিত ২০টি দুর্গাপূজা  মন্দির কমিটির সভাপতি ও সাঃসম্পাদক মন্ডলী উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে  তাদের মতামত তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী পৌর,উপজেলা ও ইউনিয়ন পূজাউদযাপন পরিষদের কার্য্যকরি কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলীর  সর্বসম্মতি ও কণ্ঠভোটে ভদ্রপাড়া দুর্গাপূজা মন্দির কমিটির উপদেষ্টা ও  বিশিষ্ট ইঞ্জিনিয়ার বিপ্লব কুমার গুণ কে আহবায়ক,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃ অধ্যাপক ভবেশ চন্দ্র দে যুগ্মআহবায়ক, ভদ্রপাড়া দুর্গামন্দির কমিটির উপদেষ্টা অবঃ কৃষিকর্মকর্তা সুস্থির চন্দ্র সরকার সদস্য সচিব এবং রনজিত কুমার হালদার,সংগীত কুমার পাল,উত্তম কুমার রায়, প্রণয় কুমাট গুণ কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভার জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় আরোও সিদ্ধান্ত গৃহীত হয় যে,আহবায়ক কমিটি আলোচনার মাধ্যমে  আগামী ৬ ডিসেম্বর'২৪-এর মধ্যে পূর্ণাঙ্গ  কমিটি গঠন করে অনুমোদন করবেন।

যাযাদি/এআর