শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

রানীগঞ্জে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ২০:০৪
আপডেট  : ১৮ অক্টোবর ২০২৪, ২০:০৯
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবে শহীদ ও পঙ্গুদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ মধ্য বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানীগঞ্জ ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি কাজী মাওলানা আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী রানীগঞ্জ ইউনিয়ন শাখার সেক্রেটারী আরজু মিয়া এবং শ্রমীক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সেক্রেটারী হাফেজ আব্দুল মোক্তাদির খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার আমীর মাওলানা লুৎফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার সাবেক সেক্রেটারী নেছার উদ্দিন,কর্ম পরিষদ সদস্য মাস্টার আব্দুল তাহিদ, কর্ম পরিষদ সদস্য আবুল হোসাইন মো: ওয়ালীউল্লা, শ্রমীক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামী ৫নং হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের সেক্রেটারী রিয়াজ উদ্দিন রাজু, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা আবু তাহের মজনু, মাওলানা হোসাইন আহমদ, আবুল কাসেম, শাহী আহমেদ ফুলাদ, সেনুজ মিয়া, আব্দুল হাদী, হাজী আব্দুস সাত্তার ও শাহেদ তালুকদার সহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে