শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

নাঙ্গলকোটে গাড়ি চাপায় কলেজ ছাত্রী নিহত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ১৯:১৬
আপডেট  : ১৮ অক্টোবর ২০২৪, ১৯:২২
ছবি: যায়যায়দিন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির রূয়কোট গ্রামের পূর্ব পাড়া নতুন বাজার সংলগ্ন ফারজানা আক্তার পিংকি (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী ডাকাতের গাড়ি চাপায় নিহত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় তালতলা- আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইন্জিনিয়ারিং ওয়াকসফের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পিংকি ওই ইউপির রায়কোট পূর্বপাড়া নতুন বাজার সংলগ্ন আবদুল কাদের এর মেয়ে। বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

বাড়ির সামনে ওয়ার্কশফের সামনে একটি গরু বাঁধা ছিলো জুমার নামাজে লোকজন ব্যাস্ত ছিলো এসময় ৫/৬ জনের ডাকাত দল তাদের গরুটি বড় প্রাইভেট কারে ভরে নিয়ে যাচ্ছিলেন এসময় গৃহকতী আসমা বাধা দিলে তাকে বেড়ধক মারধর করে।মায়ের চিংকার শুনে মেয়ে পিংকি বাধা দিয়ে মাইক্রোবাসের সামনে দাড়ায় ডাকাতদল তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা কাদের বলেন, ৫/৬ জনের ডাকাতদল বাড়ির সামনে থেকে আমার গরু মাইক্রোবাস করে নিয়ে যাচ্ছিলেম,এসময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। এসময় আমার মেয়ে পিংকি বড় প্রাইভেট কার সামনে দাড়ায় তাকে ডাকাতরা চাপা দিলে ঘটনাস্থলে আমার মেয়ের মৃত্যু হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে দৌলতপুর গ্রামে চোখ বাধাবস্হায় গরুটি পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে