শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

গৌরীপুরে স্কাউটের দীক্ষা নিল ২৮ শিক্ষার্থী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ১৯:০৮
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের গৌরীপুরে সায়মা সাহাব (এসএস) একাডেমি’র উদ্যোগে শুক্রবার (১৮ অক্টোবর) ‘এসো স্কাউট হই’ প্রতিপাদ্য বিষয়ে সৎ-সততা ও অন্যকে সহযোগিতার অঙ্গিকার ও স্কাউটের শপথবাক্য পাঠ করে দীক্ষা গ্রহণ করেন ২৮ শিক্ষার্থী।

সায়মা সাহাব (এসএস) একাডেমির প্রথম ডে ক্যাম্প ও দীক্ষানুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুজাউর রহমান পরাগ। সঞ্চালনা করেন উপজেলা কাব স্কাউট লিডার রাজিব আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মাদ ছাইফুল ইসলাম, সাবেক সম্পাদক এম. শাহজাহান, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল সলাম, সহকারী শিক্ষক শরিফ উদ্দিন আকন্দ, উপজেলা স্কাউট লিডার মো. রহমত উল্ল্যাহ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মো. রইছ উদ্দিন।

ক্যাম্পের চীফ ছিলেন চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী এএলটি, ডেপুটি ক্যাম্প চীফ সায়মা সাহাব এস এস একাডেমীর ইউনিট লিডার এ কে এম কামরুজ্জামান স্বপন, ক্যাম্পে কর্মকর্তা উপজেলা কাব স্কাউট লিডার রাজিব আহমেদ, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার ইমাম হোসেন উডব্যাজার, মলি রানী দত্ত। ক্যাম্প এস এস একাডেমি স্কাউট গ্রুপের ২০ জন ও চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের ৮ জন দীক্ষা গ্রহন করেন। ছেলেদের দীক্ষা প্রদান করেন কামরুজ্জামান স্বপন, মেয়েদের দীক্ষা প্রদান করেন মলি রানী দত্ত।

দীক্ষা গ্রহণকারীরা হলেন তাসফিয়া জামান রায়মা, রিফাহ তাসনিয়া তরী, বর্ষা, কাশফিয়া জাহান তৃপ্তি, আলমগীর হোসেন স্বাধীন, সাব্বির হোসেন, সিয়াম, রিমি, লামিয়া, চৌতি, সুয়াইবা, তুষি আক্তার, খাদিজা, সাবরিনা সারওয়ার, আশরিকা, রুকাইয়া, সায়েন,নাহিদ ইসলাম নিবিড়, আশিকুর রহমান, রণবীর, তামজিদ ইসলাম, আনিসুল রহমান, কাউসার, দীন ইসলাম, ইভা আক্তার সুখী, জান্নাত ফয়সাল, আব্দুর সামাদ। ক্যাম্পে স্বেচ্ছাসেবক ছিলেন চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের রোভার জাহাঙ্গীর আলম জয়, সোহাগ মিয়া, ফারহান আফসার তাইফ, মাসুক, স্কাউট পার্থ, পূজা, ঝুমি, আচঁল।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে