বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নির্বাহী সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪) সকাল ১০টায় কলেজ পাড়া জমিয়তের নিজেস্ব ভবনের ৪র্থ তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এওয়াজপুর অযুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন আবু বকরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাযহারুল ইসলাম, মিয়াজানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, নুরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুজ্জামান, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আফজালুল হোসাইন, ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুন নুর, পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান, পশ্চিম নুরুল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন, আলীগাও আহমদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন, করিমজান কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক।
এছাড়াও মাওলানা আবু তাহের, সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, ফরিদ উদ্দিন, মিনহাজুল ইসলাম মোক্তার, শিহাব উদ্দিন, ফরহাদ হোসেন, সালেহ উদ্দিন, হেলাল উদ্দিন, ফারুকুল ইসলাম, বেলায়েত হোসেন, মোসলেহ উদ্দিন, মো. আব্দুল ওয়াহাব, মাওলানা মোঃ আবু তাহের, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, মো. মফিজুল ইসলাম, মাওলানা মো. সিরাজুল ইসলাম, মাওলানা মো. রুহুল আমিন, মো. মনিরুজ্জামান, মাওলানা মো. শফিউল্লাহ, মাওলানা মো. ইয়াসিন, মাওলানা মো. ফখরুল ইসলাম, মাওলানা মো. আব্দুল বাতেন, মোহাম্মদ আলমগীর হোসেন টিপু, মাওলানা মো. মুসলেউদ্দীন, মোহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মো. নুর হোসেন মাওলানা মো. গিয়াস উদ্দিন ও মাওলানা মোহাম্মদ আমির হোসেন, মো. জোবায়ের হোসেন, মাইনুদ্দিন, নুর হোসেন,শাহাবুদ্দিন, নুর আলম নাসিম, মোহাম্মদ আলী জিন্নাহ, রিয়াজুল করিম, ইমরান হোসেন মিজান, অধ্যাপক রফিকুল ইসলাম, সামছুদ্দিন জসিম, হাফেজ ছোবহান, নেছার উদ্দিন, মো. মাইনুদ্দিন, ফরহাদ হোসেন জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ, পরীক্ষা পদ্ধতি চালুসহ সকল বৈষম্য দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি তুলেছেন। পাশাপাশি অতিদ্রুত মানসম্মত শিক্ষা পদ্ধতি চালু সিলেবাস সংস্করণ নতুন কারিকুলাম সংযোজন এবং ধর্মীয় শিক্ষার প্রতি আরো জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সকলের কণ্ঠভোটে চলমান কমিটি তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত বহাল থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই কমিটিতে কিছু সংস্কারের প্রস্তাব উপস্থাপনের আলোকে ৯ সদস্য বিশিষ্ট সংস্কার কমিটি গঠন করা হয়।
যাযাদি/এআর