নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় ৬ লাখ টাকা জরিমানা 

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ ধরা ও পরিবহন করায় চট্টগ্রামের বাঁশখালীতে দুটি মাছ ধরার ট্রলারকে ৫ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করেছে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ফাঁড়ির মুখ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, ‘কোস্টগার্ড খাটখালী স্টেশনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে ৩ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা ও ২ লক্ষ ৯২ হাজার টাকার মাছ নিলামে বিক্রি করা হয়।'

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম, কোস্টগার্ড খাটখালী স্টেশনের সিসি সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।'

যাযাদি/ এসএম