নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৩

নকলা (শেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরের নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) বন্ধু সংগঠনের সহযোগিতায় দিনব্যপী চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে এ চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের (ডা: কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়য়মনসিংহ পরিচালিত) ব্যবস্থাপনায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের পিইসি ইনচার্জ ও রিফ্রাকশনিস্ট নাজমুস সাকিব, রিফ্রাকশনিস্ট ফারজানা আক্তার, বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী, ফাহাদ, রনি, রিপন  রুকন, রতন, টিটু, সোহাগ, হাবিব, আবু সালেহ, হাকিম, বিল্লালসহ আরো অনেকে।

বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী বলেন, বন্ধু সংগঠন সবসময় জনগনের সাথে আছে। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে নিজের ভাল লাগে। যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির।

যাযাদি/ এসএম