বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ১৩:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে ৫৬৮ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ৫৩ জন মৎস্য চাষীদের মাঝে রুই জাতীয় মাছের এসব পোনা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ‘২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিভিন্ন জায়গায় জলাশয় ও পুকুর প্লাবিত হয়ে অনেক মৎস্য খামারী ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত খামার, পুকুর ও দিঘীর সংখ্যা ছিল কয়েক শতাধিক। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৫৩ জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে পুকুরের পরিমাপ অনুযায়ী ৫৬৮ কেজি কার্প জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।'

এ সময় মাছের পোনা বিতরণ কালে উপজেলা সহকারী কমিশানার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।'

যাযাদি/ এসএম