শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

মাস্টারপ্ল্যানে আনোয়ারার পারকি সৈকত জনপ্রিয় হয়ে উঠবে: ডিসি ফরিদা খানম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ১১:৪৫
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পারকি সমুদ্র সৈকতকে আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান হাতে নেয়া হবে। সৈকতে নতুন বনায়ন, সৈকতে রাতে আলোর ব্যবস্থা ও পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য করার উদ্যোগ নেয়া হবে। পারকি সৈকত পর্যটকের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনকালে তিনি এসব বলেন।

ডিসি ফরিদা খানম আরও বলেন, পর্যটকদের যাতায়াত সুবিধার জন্য পারকি সৈকতের প্রধান সড়কটি দ্রুত সংস্কার করা হবে। সৈকতে এলোমেলো ভাবে বসানো ভাসমান দোকানগুলো শৃংখলার মধ্যে নিয়ে আসতে কাজ করা হবে। পারকি সৈকতকে একটি আধুনিক পর্যটন সৈকত হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন।

আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, পারকি সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে