শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি বড় গরু লুট

ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৯
ছবি : যায়যায়দিন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র ইট ভাটা সংলগ্ন গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি বড় গরু লুট করেছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ব্যাকাপুল আক্তারুজ্জামান মিঠু’র ইট ভাটা সংলগ্ন গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ভেড়ামারা উপজেলা ব্যাকাপুল ইট ভাটা সংলগ্ন গরুর খামারে দেশীয় অস্ত্রের মুখে কর্মরত শ্রমিকদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে ৭টি বড় গরু ট্রাকে করে ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। ৭টি বড় গরু’র আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি ভেড়ামারা থানা পুলিশ।

খামারের দায়িত্বে থাকা মোস্তফা হোসেন বলেন, ৭ থেকে ৮জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তাদের একজনকে ফোনে খামারের সামনে ট্রাক আনার বলার কথা শুনতে পাই।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ভেড়ামারায় দিন দিন চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, ফিটিংস পার্টি, ইভটিজিং, চাঁদাবাজি বেড়েই চলেছে। সম্প্রতি অটোরিকশায় রোগীকে বেঁধে ডাকাতির মত ঘটনা ঘটেছে। অসংখ্য টিউবওয়েল চুরিসহ নেশাখোরদের উৎপাততো আছেই।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, সাতটি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন ক্লু না পাওয়া পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে