চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি যাযাদি

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা উদযাপিত হয়েছে।

আজ ১৭ অক্টোবর  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষ মোহনায় এ আলোচন সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া হাতধোয়া দিবস উপলক্ষে এক বিশেষ চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

অনুষ্টানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, ছাত্রছাত্রী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস