বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

ভাঙ্গুড়ায়  নবাগত জেলা প্রশাসকের  সর্বস্তরের সুধীজনের সাথেমতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
ছবি : যায়যায়দিন

৫ আগষ্ট পরিবর্তী দিনগুলো বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। এখন সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীন মত প্রকাশ করার অধিকার ফিরে পেয়েছে।

অসাম্প্রদায়িক দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আমি পাবনাতে খুব অল্প দিন হলো যোগদান করেছি, আমি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের বলছি, আগে আপনারা কি করেছেন সেটা জানবো না। এখন উপজেলা পর্যায়ের অনিয়ম দুর্ণীতি বরদাস্ত করা হবেনা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,গণমাধ্যম কর্মিদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন।

উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোছা.নাজমুন নাহারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি)তাসমীয়া আক্তার রোজী,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, এ্যাড.মজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো.নুর মুজাহিদ স্বপন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মন্ডল,সাবেক সিনিয়র সহসভাপতি মো.আব্দুল মতিন রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদল প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির আহবায়ক মো.রফিকুল ইসলাম,পাবনা জেলা জামায়াতের শিক্ষাবিষয়ক সহকারী সেক্রেটারী অধ্যাপক আলী আছগার, উপজেলা জামায়াতের আমির ডা. মো.মহির উদ্দিন, সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের পক্ষে সহকারী অধ্যাপক প্রতাপ কুমার মন্ডল,সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম,ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল,শরৎনগর সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো.মহসীন আলী,ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক অবঃ অধ্যাপক মো.মাহবুব -উল -আলম বাবলু, সদস্যসচিব মো. মনিরুজ্জামান ফারুক, সদস্য মো. ময়নুল হক,ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব,সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়,উপজেলা এনজিও নেটওয়ার্কের সভাপতি সরকার মোহাম্মদ আলী প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে