লালমোহনে ১২শত জেলে পেল ভিজিএফের চাল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ১৭:৫১

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ছবি যাযাদি

ভোলার লালমোহন উপজেলায় ১২শত নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বদরপুর ইউনিয়নের এসব জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

আগামী আরো তিনদিন ইউনিয়নটির মোট ২৬শত জেলের মাঝে এই চাল বিতরণ করা হবে। বৃহস্পতিবার প্রথম দিনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

সঠিকভাবে নিজেদের বরাদ্দের চাল পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগী জেলেরা। তারা বলেন, এবার স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে। যার জন্য সঠিক পরিমাণে চালও পেয়েছি।

এ সময় ট্যাগ অফিসার ও লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুদ এবং বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: সিদ্দিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মো: আসাদুল ইসলাম রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস