কালীগঞ্জে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৮

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি
ছবি যাযাদি

লালমনিরহাটের কালীগঞ্জে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে-২০২৪ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী- এঅনুষ্ঠান চলে, কালীগঞ্জ উপজেলা সিনিয়র মার্কেটিং অফিসার- সামছুল আরেফিন এর সভাপতিত্বে সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন,  জেলার এরিয়া (সাব রিজন) এরিয়া ম্যানেজার - হামিদুর রহমান,রংপুর সেলস ম্যানেজার, এস এম মাহমুদুর রশিদ, লিটন, ছাড়াও স্থানীয় ব্যাবসায়ীক, মালিক, ড্রাইভার গন উপস্থিত ছিলেন। এবং মেলা পরিদর্শন করেন,রিকভারি মেনেজার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ বুথ খোলা হয়। অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, সহ ছয়টি স্টল বসানো হয়। নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়।

দিন ব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা শতাধিক ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও ট্রাক্টর বুকিং দিলে আকর্ষণীয় অফার হিসেবে একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করা হয়। চালক ও মালিকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্য বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলা, র‌্যাফেল ড্র সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান টি আতিকুর রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়।


যাযাদি/এসএস