মেঘনায় নিষিদ্ধ ইলিশ শিকার, দুই জেলের সাজা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ১৭:২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি যাযাদি

গত ১৩ নভেম্বর থেকে ২২ দিন পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তারপরেও থেমে নেই নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনা নদীতে জেলেদের ইলিশ শিকার। বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর দয়াকান্দা  এলাকায় এলাকায় নিষিদ্ধ ইলিশ শিকার করতে গিয়ে ৫ জেলেকে আটক করেছে প্রশাসন। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে প্রশাসন। তাছাড়া বাকি দুজনকে দুদিন করে সাজা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে মোবাইল কোর্ট।

সহকারী কমিশনার (ভুমি) আড়াইহাজার শাহনাজ পারভীন বিথী জানান, সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন আড়াই হাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের দয়াকান্দা গ্রামের মোঃ হানিফ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ জুয়েল। তিনি আরো জানান, এ সময় জেলেদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। তাছাড়া ২ কেজি ইলিশ জব্দ করে লিল্লাহ বোর্ডিং এ প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত দুই জেলেকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 


যাযাদি/এসএস