চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ১৯:০৬

চাঁদপুর প্রতিনিধি
ছবি যাযাদি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পিতা খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়িতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।  

নিহত আব্দুস সোবহান প্রধান (৫০) মৃত আমির বক্স প্রধানের ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে
নোমান হোসেন প্রধান (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির যায়গা-সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কোলহ চলছিল। তার ৩ ছেলের মধ্যে মেঝো ছেলে সৌদী প্রবাসী নোমান হোসেন প্রধান তার নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাপ-ছেলের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে নোমান হোসেন প্রধান তার বাবাকে পেটে ছুরি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনারপর পরিবারের অন্যান্যসহ বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ছেলের ছুরিকাঘাতে পিতা খুনের বিষয়টি জেনেছি। এরপর আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর ছেলে পলাতক আছে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ হতে এখনো কোন অভিযোগ দেয়নি। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।


যাযাদি/এসএস