লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার বদরপুর এবং ফরাজগঞ্জ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত ওইসব জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানে জব্দ করা হয় ১১ হাজার মিটার জাল এবং দুইটি মাছ ধরা ট্রলার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলার দুইটি নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম