ইসলামপুরে মেনকেয়ার অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ১২:১১

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামালপুরের ইসলামপুরে মেনকেয়ার এম্বাসেডর/ মেনকেয়ার দ্রুতদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় ইসলামপুর সদর, চিনাডুলি, পার্থশী, গোয়ালেরচর ও চরপুটিমারিসহ উপজেলার ৫ টি ইউনিয়নের ১৩ জন দম্পতিদের নিয়ে পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ, সুষম খাদ্য সমবন্টন, আয় বৃদ্ধি মূলক কাজে নারীর অংশগ্রহণ ও সহিংসতা বন্ধের করণীয় বিষয়ক নিয়ে প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা হয়। 

প্রশিক্ষণের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ  কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার রেজাউল করিম চঞ্চল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল স্বপনসহ আরো অনেকে।

যাযাদি/ এসএম