শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২৪, ১৭:৩০
ছবি: যায়যায়দিন

জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় `স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ' প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। র‍্যালি ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু, উপজেলা পিআইও মো. হাবীবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতুন নাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে