বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

চরফ্যাশনে নিরাপদ সবজি চাষে ঝুঁকছে নারীরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৩
ছবি: যায়যায়দিন

ভোলার চরফ্যাশন উপজেলায় বাড়ির আঙ্গিনা ও পরিত্যক্ত জমিতে নিরাপদ সবজি চাষে ঝুঁকছে অধিকাংশ নারী। নানা ধরনের সবজি ক্ষেত ও ফলজ বৃক্ষ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা। এতে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে এবং পরিবারের অস্বচ্ছলতা দুর করতে বিশেষ ভূমিকা রাখছে এখানকার নারীরা।

উপজেলার আছলামপুর, ওমরপুর, আমিনাবাদ ও ওসমানগঞ্জ ইউনিয়ন ঘুরে দেখা যায়, নারীরা তাদের গবাদি পশুর বর্জ্য দিয়ে ভারমি কম্পোস্ট জৈব বালা-নাশক সার নিজেরা তৈরী করে উৎপাদন করছে বিষমুক্ত সবজি। হাজারীগঞ্জ এলাকার নারী মিনারা বেগম বলেন, পরিবারের আর্থিক সংকট মোকাবেলা করতে প্রথমে রেডিও মেঘনার কৃষি অনুষ্ঠান শুনে এবং কৃষি অফিসের পরামর্শে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উৎসাহ তৈরী হয়। ঘরের কাজের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় শুরুতে দেড় একর জমিতে জৈব সার দিয়ে নিরাপদ বেগুন, করলা, লাউসহ বিভিন্ন ধরনের শাক সবজি চাষ শুরু করেন। অন্যদিকে রুনা বেগম বলেন, বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে লাভবান হয়েছেন প্রায় ৪০ হাজার টাকা। ভবিষ্যতে আরো বড় পরিসরে নিরাপদ সবজি চাষ করবেন বলেও জানান এসব নারী সবজি চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, তাঁদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিকল্প চাষাবাদ হিসেবে পরিত্যক্ত জমিতে পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বিষমুক্ত সবজি চাষে জৈবসারের ব্যবহার করাসহ নানা সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর ৮ শ ২৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যার বেশির ভাগই চাষ হয়েছে পারিবারিক নিরাপদ সবজি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে