সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

তালতলীতে তৃণমূল পর্যায়ে ভূমি আইন কার্যকর ও সংস্কারের কর্মশালা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৩
ছবি: যায়যায়দিন

বরগুনার তালতলীতে তৃণমূল পর্যায়ে ভূমি আইন কার্যকর ও সংস্কারের ক্ষেত্রে জনসংগঠনের ভূমিকা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কারিতাস ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কারিতাস তালতলী কার্যালয়ের ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আই এল সি অর্থায়নে,কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ তত্ত্বাবধানে ও ফর রিয়েলাইজেসন অব বেসিক নিড্স আরবান আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র -সহ সভাপতি মি:মংথিনজো'র সভাপতিত্বে ও মি:মংচিন থান'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আরবান'র প্রশাসনিক সমন্বয়কারী মো:নাজিম উদ্দিন খান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল্যান্ড রাইটস নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন(আই এল সি) কান্ট্রি ফ্যাসিলিটেটর আরিফ আহমেদ চৌধুরী।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)অমিত দত্ত, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ,তালতলী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক হরেন্দ্র নাথ হাওলাদার,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ,ইউপি সদস্য সুলতান হাওলাদার, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খলিফা, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস,তালতলী অংকুজান পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চোথয়ফু মাতুব্বর, হিসাব রক্ষক কর্মকর্তা আরবান শফিকুল ইসলাম ও সমাজ সেবক মি:চানমং তালুকদার প্রমূখ। এ কর্মশালায় ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে