গাংনীতে শিক্ষিকা হত্যার প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৪, ১৪:০০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাকিউল ইলমা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল, সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত জাকিয়ার পরিবারের সদস্যরা।

মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল ও গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুল। মানব বন্ধনে অংশ নেন নিহত শিক্ষিকার পরিবারের সদস্য, গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ধানখালো ইউনিয়নের শানঘাট গ্রামে দেবরের ধারালো অস্ত্রাঘাতে নির্মম খুনের স্বীকার হন শিক্ষিকা জাকিউল ইলমা। 

যাযাদি/ এসএম